নিটোরের নতুন পরিচালক হিসেবে ডা: মো: আবুল কেনান স্যারের যোগদান

November 28, 2024
অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, আজ ২৬-১১-২০২৪খ্রী: পূর্বাহ্নে ডা: মো: আবুল কেনান বিশ্বের অন্যতম বৃহত ১০০০ (এক হাজার) শয্যা বিশিষ্ট অর্থোপেডিক হাসপাতাল জতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুর্নবাসন প্রতিষ্ঠান (নিটোর) -এর পরিচালক হিসেবে যোগদান করেছেন। সমগ্র নিটোর পরিবার নতুন এ পরিচালক পেয়ে অত্যন্ত উৎফুল্ল। কৃতঞ্জতা প্রকাশ করছি মাননীয় প্রধান উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা , স্বাস্থ্য সচিব ও মহা-পরিচালক মহোদয়ের প্রতি। সকলের দৃঢ় বিশ্বাষ রোগীর সেবা বান্ধব, আমায়িক ও একজন সু-চিকিৎসক হিসেবে পরিচিত ডা: মো: আবুল কেনান-এর হাত ধরে সকলের আস্থাভাজন এ জাতীয় প্রতিষ্ঠান অর্থোপেডিক ও ট্রমা রোগী চিকিৎসা সেবায় বিশ্বের বুকে অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করবে।
হাসপাতালে প্রবেশ করেই সেবা বান্ধব এ চিকিৎসক ৫ই জুলাই ২০২৪ বৈশম্য বিরোধী আন্দোলনে বিগত ফ্যসিস সরকারের সন্ত্রাসী বাহিনী দ্বারা আহত হাসপাতালে ভর্তি সকল রোগীকে দেখতে যান ও প্রতিটি রোগী সাথে কথা বলেন এবং তাদের চিকিৎসার ব্যপারে খোজ নেন ও চিকিৎসকদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
পরিচালক মহোদয়ের পরিদর্শ ণকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, পি এইচ ডি বৈশম্য বিরোধী আন্দোলনে আহত রোগীদের দেখতে আসেন। তিনি মাননীয় উপাচার্য -এর সাথে থেকে সকল রোগী সর্ম্পকে তাকে অবহিত করেন।