অধ্যাপক ডাঃ কাজী শামীম উজ্জামান ০৩ মার্চ ১৯৬৬ সালে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার পূর্ণবতী গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহন করেন। তার পিতা মরহুম কাজী হেমায়েত উদ্দিন ও মাতা কাজী মনোয়ারা বেগম। বাল্যকাল থেকেই অত্যন্ত মেধাবী এ চিকিৎসক ১৯৮১ সালে কোটালীপাড়া ইউনিয়ন ইনষ্টিটিউশন থেকে এস,এস,সি, ১৯৮৩ সালে ঢাকা কলেজ থেকে এইচ, এস,সি, এবং ১৯৯০ সালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে এম বি বি এস পাশ করেন। পরবর্তীতে ২০০৫ সালে অত্যন্ত কৃতিত্বের সাথে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বি এস এম এম ইউ) এর অধীনে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) থেকে অর্থোপেডিক সার্জারীর সর্বোচ্চ ডিগ্রী এম এস (অর্থোপেডিক সার্জারী) লাভ করেন। অধ্যাপক ডাঃ কাজী শামীম ১৩ তম বিসিএস এর মাধ্যমে ২৫ এপ্রিল ১৯৯৪ সালে সর্বপ্রথম সরকারী চাকুরীতে যোগদান করেন। তিনি ভারত, সিঙ্গাপুর, মালয়শিয়া, অষ্ট্রেয়া এবং যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে অর্থোপেডিক সার্জারীর বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ন প্রশিক্ষণ গ্রহন করেছেন। FACS (Fellowship of American College of Surgeons) প্রাপ্ত স্বনামধন্য এই চিকিৎসক এর ১২ (বার) টি গবেষণাধর্মী আর্টিকেল জার্নালে প্রকাশিত হয়েছে।
পারিবারিক জীবনে ০৩ সন্তানের জনক অধ্যাপক ডাঃ কাজী শামীম এর সহধর্মিনী মিসেস দিলরুবা মাজেদা পারভীন।
জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের এই সৈনিক জনগনের চিকিৎসা সেবা প্রদানের জন্য দেশের সূদুর প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে বিশ্বের অন্যতম বৃহৎ ১০০০ (এক হাজার) শয্যা বিশিষ্ট জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) এ নিরলস ভাবে কাজ করছেন।
জাতীর জনকের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা রোগী বান্ধব এই চিকিৎসককে গত ০৬ আগষ্ট/২০২৩ তারিখে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) এর পরিচালক ও অধ্যাপক হিসেবে দায়িত্ব প্রধান করেছেন।