মহান বিজয় দিবস ২০২৪: নিটোরে বর্ণাঢ্য কর্মসূচি পালিত

মহান বিজয় দিবস-২০২৪ উপক্ষ্যে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুর্নবাসন প্রতিষ্ঠান (নিটোর) -এ বর্নাঢ্য কর্মসূচী গ্রহণ করা হয়। শহীদ -দের জন্য নিটোর জামে মসজিদে আত্নার শান্তি কমনা করে বিশেষ দোয়া ও মিলাদ আয়জন করা হয়। এছাড়া ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী, ভর্তিকৃত রোগীদের মাঝে বিশেষ উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। রাতে বর্নাঢ্য আলোক শায্যায় শজ্জিত করা হয় নিটোর ভবনকে। প্রতিটি কর্মসূচী প্রত্যক্ষ্যভাবে তদারকী করেন নিটোর পরিবারের সম্মানিত অভিবাবক ডা: মো: আবুল কেনান।