প্রথম বারের মত আজ ১লা শ্রাবণ, ১৪৩২ সন ও ১৬ই জুলাই , ২০২৫ দেশজুড়ে পালিত হচ্ছে ‘ জুলাই শহীদ দিবস ’ ।

প্রথম বারের মত আজ ১লা শ্রাবণ, ১৪৩২ সন ও ১৬ই জুলাই , ২০২৫ দেশজুড়ে পালিত হচ্ছে ‘ জুলাই শহীদ দিবস ’ ।।
১৬ই জুলাই , ২০২৫ গণঅভ্যুত্থানের ইতিহাসের এক অবিস্মরণীয় দিন। বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের ও স্বৈরাচার সরকার পতনের অন্যতম নায়ক , সমন্বয়ক ও প্রথম শহীদ ‘ আবু সাঈদ ’ এর প্রথম শাহাদাতবার্ষিকী স্মরণে আজ দিনব্যাপী রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত হয়।
দিবসটির প্রতি সম্মান জানিয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পূনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)- এ জুলাই শহীদ দিবস যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচি পালনের মাধ্যমে উৎযাপন করা হয়।
আজকের অনুষ্ঠান কর্মসূচির মধ্যে ছিল: ১। জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ২।দিবসটির স্মরণে আলোচনাসভা ৩। শহীদ ‘আবু সাঈদ ’ এর উপর বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন ৪। হাসপাতালের সকল চিকিৎসক, নার্স , কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের উপস্থিতির সমন্বয়ে বিশেষ র্যালি ৫। বৈষম্য বিরোধী আন্দোলনে আহত হয়ে হাসপাতালে চিকিৎসারত রোগীদের মাঝে বিশেষ খাবার বিতরণ ৬। নিটোর জামে মসজিদে বাদ যোহর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও বিশেষ দোয়া করা ।