পবিত্র ঈদুল ফিতর ২০২৫ উপলক্ষে আলোকসজ্জার বর্ণিল সাজে সাজানো হয়েছে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)-কে। হাসপাতালে ভর্তি রোগীদের পরিবেশন করা হয়েছে বিশেষ খাবার।

পবিত্র ঈদুল ফিতর ২০২৫ উপলক্ষে আলোকসজ্জার বর্ণিল সাজে সাজানো হয়েছে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)-কে। হাসপাতালে ভর্তি রোগীদের পরিবেশন করা হয়েছে বিশেষ খাবার। হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ সিনিয়র চিকিৎসক বৃন্দ হাসপাতালে আসেন রোগীদের পবিত্র ঈদের শুভেচ্ছা জানাতে। তারা রোগীদের সঙ্গে কিছু সময় অতিবাহিত করেন এবং কুশল বিনিময় করেন। হাসপাতালের সম্মানিত পরিচালক ও অধ্যাপক ডাক্তার মো: আবুল কেনান সকল রোগীদের এবং সকল শ্রেণীর কর্মকর্তা -কর্মচারীবৃন্দদের ঈদ শুভেচ্ছা জানান।