স্বাস্থ্য মন্ত্রণালয়ের হেলথ কার্ড কার্যক্রম উদ্বোধন…
ছাত্র-জনতার আন্দোলনে আহতদের চিকিৎসাসেবা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সরকারি হাসপাতালে আহতদের বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হেলথ কার্ড কার্যক্রম উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হেলথ কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এস ময় আন্দোলনে আহত দুই শিক্ষার্থীর হাতে হেলথ কার্ড তুলে দেন প্রধান উপদেষ্টা।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের আর্থিক নিরাপত্তা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। তাদের আর্থিক নিরাপত্তা ও চিকিৎসাসেবা সরকার নিশ্চিত করবে।’
তিনি আরও বলেন, ‘জুলাইয়ে আহত যোদ্ধাদের মানসিকভাবে, সামাজিকভাবে পুনর্বাসন করার বিষয়ে আমাদের ভাবতে হবে। এটাকে গুরুত্ব দিতে হবে। মানুষগুলো যেন আনন্দে তাদের জীবনযাপন করতে পারে, সমাজে প্রতিষ্ঠিত হতে পারে সে বিষয়ে যথাযথ উদ্যোগ নিতে হবে।’
প্রধান উপদেষ্টা জানিয়েছেন, দেশের যেকোনো সরকারি হাসপাতালে যেকোনো সময় কার্ডধারী আহতরা চিকিৎসাসেবা পাবেন।
উদ্বোধন অনুষ্ঠানে মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টা, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহা-পরিচালক সহ জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) এর পরিচালক ডা: মো: আবুল কেনান উপস্থিত ছিলেন। তিনি মাননীয় প্রাধান উপদেষ্টাকে হাসপাতালে ছাত্র-জনতার আন্দোলনে আহতদের বর্তমানে ভর্তি থাকা ১০০ (একশত) জন রোগীর সার্বিক অবস্থা বিস্তারিত তুলে ধরেন। চিকিৎসার সাথে সাথে রোগীদের মানসিক প্রশান্তির জন্য বিভিন্ন ধরনের খেলা-ধুলা ও পিঠা উৎসব এর ব্যবস্থার কথা উল্লেখ করেন। মাননীয় প্রাধান উপদেষ্টা পরিচালকের এহেন কার্যক্রমের প্রশংসা করেন।
গত মধ্যরাত মাননীয় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জনাব নাহিদ ইসলাম ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জনাব সারজিস আলম হাসপাতালে ছাত্র-জনতার আন্দোলনে আহতদের বর্তমানে ভর্তি থাকা ১০০ (একশত) জন রোগীর খোজ-খবর নিতে আসেন। তারা রোগীদের সাথে বেশ কিছু ক্ষন অবস্থান করেন এবং তাদের সার্বিক অবস্থা সম্পর্কে অবহিত হন।