বাংলাদেশে প্রতিবন্ধিদের নিয়ে কাজ করে এমনি একটি বেসরকারী প্রতিষ্ঠান CCD (Center for disability & Development ) এর উদ্যোগে Netherland থেকে Prosthetic & Orthotic বিশেষজ্ঞ দল বাংলাদেশে বিদ্যমান Prosthetic & Orthotic সেবার অবস্থা পরিদর্শনের অংশ হিসেবে NITOR পরিদর্শনে আসেন।

July 7, 2025 Categories: Daily UpdateNITORTreatment

বাংলাদেশে প্রতিবন্ধিদের নিয়ে কাজ করে এমনি একটি বেসরকারী প্রতিষ্ঠান CCD (Center for disability & Development ) এর উদ্যোগে Netherland থেকে Prosthetic & Orthotic বিশেষজ্ঞ দল বাংলাদেশে বিদ্যমান Prosthetic & Orthotic সেবার অবস্থা পরিদর্শনের অংশ হিসেবে NITOR পরিদর্শনে আসেন। অত্র প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক ও অধ্যাপক ডা: মো: আবুল কেনান প্রতিনিধিদলকে স্বাগত জানান। প্রতিনিধিদল এর সকল সদস্যবৃন্দ হাসপাতাল পরিদর্শন করেন এবং এত বিপুল সংখ্যক রোগীর সেবা কার্যক্রম প্রত্যক্ষ্য করে সন্তোষ প্রকাশ করেন। পরিচালক মহোদয় প্রতিনিধিদলকে তাদের কার্যক্রমের জন্য সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদান করেন।