নিটোরে প্রথম বারের মত মাইক্রোস্কপিক স্পাইন সার্জারী সম্পন্ন
গতকাল ৩ ডিসেম্বর ২০২৩ সালে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পূনর্বাসন প্রতিষ্ঠান ( নিটোর) এ প্রথমবারের মত মাইক্রোস্কোপিক স্পাইন অপারেশন সম্পন্ন হয়েছে ( Microscopic ACDF of C4/5 & C 5/6 , posterior cervical laminectomy with Lateral Mass Screw, @ C3 to C6and Pedicle Screw @C7 for Cervical Myelopathy ( C3 to C6). অত্যন্ত জটিল এ অপারেশনটি সম্পন্ন করেন অধ্যাপক মীর হামিদুর রহমান এর অধীনের Yellow Unit II এর স্পাইন সার্জন বৃন্দ। মাইক্রোস্কোপ ব্যাবহার করে নিটোরে এধরনের অপারেশন নিটোরে এই প্রথম।
এই অপারেশন এর ব্যাপারে নিটোরের পরিচালক অধ্যাপক কাজী শামীম উজ্জামান বলেন, অর্থোপেডিক সার্জারীতে আধুনিক অনেক প্রযুক্তির সরকারী হাসপাতালে ব্যাবহার রোগীদের সার্বিক সেবার মান আরো উন্নয়ন করবে এবং আমরা এরকম উন্নত প্রযুক্তির সুব্যাবহার করতে দৃঢ় প্রত্যয়ী।