গত ১৭/২/২০২৫ইং তারিখে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় “পরিষ্কার পরিচ্ছন্নতা সপ্তাহ” পালন কার্যক্রমের আজ শেষ দিন। সহকারী পরিচালক (একাডেমী এন্ড ট্রেনিং) ডা: রাবেয়া খাতুন –এর সরাসরী তত্ত্ববধানে আজ কার্যক্রম পরিচালিত হচ্ছে। সকলের সার্বিক সহযোগীতায়ই হাসপাতাল পরিষ্কার –পরিচ্ছন্ন রাখা সম্ভব।
