গতকাল রাত ৯.৩০ থেকে প্রায় ২ ঘন্টা স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ সহকারী সাইদুর রহমান স্যারের সাথে বিভিন্ন সোসাইটী ও প্রমোশন কমিটির প্রতিনিধিদের সাথে গুরুত্বপুর্ন আলোচনা অনুষ্ঠিত হয়।

গতকাল(08-03-2025) রাত ৯.৩০ থেকে প্রায় ২ ঘন্টা স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ সহকারী সাইদুর রহমান স্যারের সাথে বিভিন্ন সোসাইটী ও প্রমোশন কমিটির প্রতিনিধিদের সাথে গুরুত্বপুর্ন আলোচনা অনুষ্ঠিত হয়। অন্যান্যদেন সাথে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুর্নবাসন প্রতিষ্ঠান (নিটোর) –এর সম্মানিত পরিচালক ও অধ্যাপক এবং অর্থোপেডিক চিকিৎসকদের বর্তমান অভিভাবক অধ্যাপক ডা: মো: আবুল কেনান স্যার ও উপস্থিত ছিলেন। চিকিৎসকদের পদোন্নতি , নিয়োগ, সারা দেশের চিকিৎসকদের দুই ঘন্টার কলম বিরতির স্থগিত অথবা চলমান রাখার বিষয়সহ বিভিন্ন বিষয়ে সূদীর্ঘ ও ফলপ্রসু আলেচেনা হয়।