আজ ৩রা ডিসেম্বর ২০২৪ নিটোরের পরিচালক ৮১ জন আহত ছাত্রদের মিষ্টি মুখ করান।

December 4, 2024 Categories: 24 student movement Tags: 24 student movement

আজ ৩রা ডিসেম্বর ২০২৪ জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুর্নবাসন প্রতিষ্ঠান (নিটোর) -এর পরিচালক রোগীর সেবা বান্ধব, আমায়িক ও একজন সু-চিকিৎসক হিসেবে পরিচিত ডা: মো: আবুল কেনান-বৈষম্য বিরোধী আন্দোলনে বিগত ফ্যসিস্ট সরকারের সন্ত্রাসী বাহিনী দ্বারা আহত হাসপাতালে ভর্তিরত সকল (মোট ৮১জন) রোগীদের নিজের হাতে মিষ্টি মুখ করান। এ সময়ে হাসপাতালের পরিচালক মহোদয়ের সাথে সংশ্লিষ্ট চিকিৎসকগণ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।