মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আগত ছয় সদস্যের একটি ফিজিও মেডিকেল টিম

February 2, 2025 Categories: 24 student movementDaily UpdateNITOR
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) এ গত ২৭/১/২০২৫ তারিখে THE TAFIDA RAQEEB FOUNDATION, BANGLADESH এর উদ্যোগে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আগত ছয় সদস্যের একটি ফিজিও মেডিকেল টিম হাসপাতালে ভর্তি কৃত বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ১০০ জন রোগীকে পুনর্বাসন চিকিৎসা সেবা দেওয়ার কার্যক্রম শুরু করেছেন। অত্র প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক ডাঃ মোঃ আবুল কেনান আগত মেডিকেল টিমকে স্বাগত জানান ও সার্বিক কার্যক্রম কে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রত্যক্ষ তত্ত্বাবধান করছেন।
অত্র হাসপাতালের চিকিৎসক ডাঃ নাইমা ফেরদৌসী মিষ্টি, ডাঃ গোলাম মাহমুদ সুহাস, ফিজিওথেরাপি বিভাগের প্রধান জনাব মোঃ নজরুল ইসলাম ও জনাব ফয়সাল আলম ফিজিওথেরাপিস্ট মেডিকেল টিমের সাথে সার্বক্ষণিক সহায়তা প্রদান করছেন।
আগত চিকিৎসকদল নিটোর- এর সেবা কার্যক্রমের প্রশংসা করেছেন। Foreign Medical Team -এর সেবা পেয়ে রোগীগণও অত্যন্ত আনন্দিত ও সন্তোষ প্রকাশ করেছেন।
DR. Alana Bencivengo (Team Leader), Dr. Stephanie Wight, Dr. Maureen King Daley, Dr. Craig Amidon Fox, Dr. Ashley Nicole Saxe, Dr. Mike Danny Faz এর সমন্বয়ে গঠিত চিকিৎসক দল আগামী ৬-২-২০২৫ ইং পর্যন্ত তাদের পুনর্বাসন চিকিৎসা কার্যক্রম পরিচালনা করবেন|